We are proud for our disrict
সোনালী পাবনা ডেস্ক :
রত্নদ্বীপ রিসোর্ট, পাবনা শহর থেকে খানিকটা দূরে জালালপুরে সুবিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে এই রিসোর্টটি।
রিসোর্টটিতে সবধরনের সুবিধা রয়েছে, আছে বিভিন্ন ধরনের আমোদ-প্রমোদের ব্যবস্থা, সুইমিং পুল, বার-বি-কিউ করার সুব্যবস্থা, সময় কাটানোর নানা অনুষঙ্গ সহ অনেক কিছু।
রুমগুলিতে আধুনিক সব সুযোগ-সুবিধাই থাকছে সাথে খাবারে রয়েছে নানা বৈচিত্র।
শহরের ব্যস্ততা কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য রত্নদ্বীপ রিসোর্টটি যথেষ্ট ভাল।
সেইসাথে পাবনা শহর এবং এই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গাগুলোতেও ঢু দিয়ে আসতে পারেন একই সাথে।